বায়েজিত লিংক রোডে লাগানো হল হাজারও ফলদ গাছ

বায়েজিদ লিংক রোড, চট্টগ্রাম। কাটা হয়েছে অনেক পাহাড়। যেটা পাহাড় না কেটেও করা সম্ভব ছিল। ভাটিয়ারী চট্টগ্রামেও পাহাড়ের উপর দিয়ে রাস্তা করে লিংক রোড করা হয়েছিল। পাহাড় না কেটেও সেনাবাহিনী সেখানে রাস্তা তৈরি করেছিল। বায়েজিদ লিংক রোডেও সেটা সম্ভব ছিল। কিন্তু তা করা হয়নি।

নির্মম ভাবে কাটা হয়েছে একের পর এক পাহাড়। পরিবেশ অধিদপ্তরের নাকের ডগায় পাহাড় কেটেছে সিডিএ। শাস্তি স্বরূপ জরিমানা করা হয়েছে, যা চোখ পরিষ্কার বা আই ওয়াশ ছাড়া কিছু না।

ন্যাড়া সেই পাহাড় কাটা রাস্তায় আজ গাছ লাগায় ‘গ্রীন ফিঙ্গারস’ এর সদস্যরা। হাজার খানেক ফলের গাছ রাস্তার দুপাশে লাগানো হয়। ‘গ্রীন ফিঙ্গারস’ এর কো-ফাউন্ডার আবু সুফিয়ান বলেন, কোভিড পরিস্থিতির কারণে বিলম্বিত বৃষ্টির সুবিধা কাজে লাগাতে সংগঠনের সদস্যরা বায়েজিত লিংক রোডে ফলদ গাছ লাগানোর সিদ্ধান্ত নেয়। এ কার্যক্রম চলবে বলে তিনি জানান।