শ্বাশুড়ি হত্যা মামলায় পুত্রবধু আটক

নিউজডেস্ক: রাউজানে চাঞ্চল্যকর নুর আয়েশা বেগম (৫৫) হত্যা মামলায় পুত্রবধু কুসুম আকতার (২৮) কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর রাতে পটিয়া পৌরসদর থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, ২০১৫ সালের ২১ সেপ্টেম্বর রাতে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তপাড়ায় শাহদুল্লাহ কাজী বাড়িতে পুত্রবধু ও ভাতিজাকে আপত্তিকর অবস্থায় দেখতে পাওয়ায় শ্বাশুড়ি আয়েশা বেগম টের পাওয়ায় তারা দুইজন গলাটিপে হত্যা করে। প্রথমে আয়েশা বেগম স্ট্রোকে মারা গেছে বলে প্রচার করে দাফন করে।

পরবর্তীতে নিহতের প্রবাসী পুত্র কুয়েত থেকে দেশে এসে স্ত্রীর কাছ থেকে সুকৌশলে রহস্য উদঘাটন করেন। এসময় স্বামীর কাছে স্বীকার করেন কুসুম আকতারের সাথে তার মামাতো ভাইয়ের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় তারা দুইজন মিলে আয়েশা বেগমকে হত্যা করে।

পরবর্তীতে ঘটনার কয়েক সপ্তাহ পর নিহত নুর আয়েশার একমাত্র ছেলে মো. মুবিন বাদী হয়ে ঘাতক তার মামাতো ভাই শেখ কামাল ও স্ত্রীকে আসামী করে এই মামলা দায়ের করা হয়। মামলার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিহতের লাশ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্ত করা হয়।

মামলার পর থেকে বাদী মো. মেমেনের স্ত্রী কুসুম আকতার ও মামাতো ভাই শেখ কামাল পলাতক ছিলেন। পটিয়া থেকে স্ত্রী কুসুম আকতারকে আটক করা হলেও মামাতো ভাই বর্তমানে প্রবাসে রয়েছেন বলে জানা গেছে।

এ প্রসঙ্গে রাউজান থানার ওসি কেফায়েত উল্লাহ বলেন, আপন ভাতিজার সাথে পুত্রবধুর পরকীয়া অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় দুইজন মিলে গলাটিপে হত্যা করে। এ মামলায় পুত্রবধু কুসুম আকতারকে আটক করা হয়েছে। ধৃত পুত্রবধুকে চট্টগ্রাম কারাগারে প্রেরণ করা হয়েছে। ধৃত আসামী কুসুম আকতারের ৬ বছরের একটি কন্যা সন্তান বর্তমানে নানার বাড়িতে রয়েছে বলে জানা গেছে।