নিজস্ব প্রতিবেদক: আজ বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর দক্ষিণ মধ্যম হালিশহর খামারে আগুন লাগে। দুপুর ২টা ৫৫মিনিটে হালিশহর ধূপপোল এলাকার ৩৮ নং ওয়ার্ডের বাদশা সওদাগরের বাড়ির খামারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের বন্দর এবং ইপিজেড থানার ২টি ইউনিট প্রায় ১ঘণ্টা ২০ মিনিট চেষ্টা চালিয়ে বিকেল ৪টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করতে পারেনি ফায়ার সার্ভিস।
আগুন লাগার খবর পেয়ে কর্তব্যরত ফায়ার সার্ভিসের লিডার সেলিম উদ্দিন জানান দ্রুত ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কোথা থেকে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায় নি।