পৃথিবীকে সুস্থ রাখতে বৃক্ষরাজি বিস্তারের বিকল্প নেই

মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে বৃক্ষরাজি বিস্তার প্রকল্পের আওতায় দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এ,জে,চৌধুরী ডিগ্রী কলেজ প্রাঙ্গনে বিভিন্ন জাতের গাছের চারা রোপণ ও বিতরণ কর্মস‚চির উদ্ধোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও কর্ণফুলী উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী। বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি জাফর আহমেদ সাদেকের সভাপতিত্বে ও সহ সভাপতি হাসমত আলীর সঞ্চালনায় কর্মস‚চির উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক নিলুফার জাহান বেবী। এ সময় আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সুদীপ বসাক, সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, যুগ্ন সাধারন সম্পাদক সনাতন চক্রবর্তী বিজয়, সাংগঠনিক সম্পাদক সুপন বড়ুয়া চৌধুরী, অর্থ সম্পাদক শুভাশীষ দাশ শুভ, সমাজ কল্যাণ সম্পাদক মাহফজুর রহমান, সদস্য জয় রায়, রাজু মজুমদার, কর্ণফুলী উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সভাপতি ওসমান হোসাইন, আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি সংসদ সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান হাকিম, ছাত্রলীগ নেতা হায়দার কবির আইনান প্রম‚খ। প্রধান অতিথি সবুজায়নে অবদান রাখার জন্য বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সকল সদস্য প্রকৌশলীগনকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু জন্ম শতবর্ষে সামাজিক বনায়ন বৃদ্ধি করতে এই ধরনের প্রকল্পের বিকল্প নেই। জননেত্রী শেখ হাসিনার প্রতিটি নির্দেশ আমরা সকলে ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করবো।