মধ্যম চন্দনাইশে কারবালা মাহফিলে বক্তারা
আহলে বায়তে রাসুল (দঃ) এর প্রতি নি:শর্ত আনুগত্য ও ভালোবাসার মাধ্যমে বিশ্বব্যাপী চলমান বিপযর্স্ত অবস্থা, দুঃখ-দুদর্শা থেকে পরিত্রাণের পথ খুজঁতে হবে। তাঁদের আদর্শে উজ্জ্বীবিত হয়ে অহংকার বর্জন করে বিনয়, ন¤্রতা ও তাকওয়ার গুন অর্জন করতে হবে। স¤প্রতি মধ্যম চন্দনাইশ মুন্সি আবদুর রহমান চৌধুরী জামে মসজিদে ১০ দিনব্যাপী ৫ম তম শাহাদাতে কারবালা মাহফিলে বক্তারা এ কথা বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যক্ষ আল্লামা শাহ খলিলুর রহমান নেজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে উদ্বোধক ছিলেন মুন্সি আবদুর রহমান চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সমাজসেবক মোহাম্মদ শহিদুল আলম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মিশর আল-আজহার বিশ্ব বিদ্যায়ের সাবেক ভিপি আল্লামা মুফতি সৈয়দ হাসান আজহারী। প্রধান অতিথি ছিলেন, উপজেলার ভাইস-চেয়ারম্যান সোলাইমান ফারুকী। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন চৌধুরী, গাউসিয়া কমিটি দক্ষিণ জেলার সহ-প্রচার সম্পাদক আলমগীর বঈদী, চন্দনাইশ পৌরসভার সাধারণ সম্পাদক মোরশেদুল আলম, কাউন্সিল মোজাম্মেল হক চৌধুরী, বাংলাদেশ ব্যাংক কলোনি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার মুহাম্মদ শাহেদ, মুন্সি আবদুর রহমান চৌধুরী জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দীন সওদাগর। তকরির করেন মুফতি গোলাম কিবরিয়া, আবু ইউসুফ নূর, সৈয়দ মোকাররম বারী, মাওলানা সিরাজুল ইসলাম, জহুরুল আলম জেহাদী, মাওলানা আবুল কাশেম আনছারী, মহিবুর রহমান আশেকী, হাফেজ আবদুল কাদের, আফেজ আবদুল লতিফ। উপস্থিত ছিলেন, শোহাদায়ে কারবালা মাহফিল পরিচালনা কমিটির সহ-সভাপতি রফিক সওদাগর, সহ-সাধারণ সম্পাদক দিদার আলম, অর্থ সম্পাদক ফারুক সওদাগর সহ বহু উলামায়ে কেরাম, এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ প্রমূখ।