মিরসরাই প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মিরসরাইয়ে দোয়া মাহফিল ও গন ইফতার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ মার্চ) মিঠাছরা উচ্চ বিদ্যালয়ে মাঠে দুর্গাপুর, মিরসরাই সদর, মিঠানালা ও মিরসরাই পৌর বিএনপির সমন্বিত উদ্যোগে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, পেশাজীবি আলেম-ওলামা দুস্থ্য ও শ্রমজীবীসহ সর্বস্তরের জনসাধারণের সম্মানে এই গন ইফতারের আয়োজন করা হয়েছে।
ইফতার পূর্ব আলোচনা সভায় মিঠানালা ইউনিয়ন বিএনপি বিএনপি নেতা তারেক মেম্বারের সভাপতিত্বে ও মিরসরাই সদর ইউনিয়ন বিএনপি নেতা এম জাহিদুল ইসলাম ভূঁইয়া আরিফের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, সাবেক যুগ্ম আহবায়ক আলমগীর, উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আজিজুল হক মেম্বার, বিএনপি নেতা মামুন, মিঠানালা ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ হানিফ, মিরসরাই ইউনিয়ন বিএনপি নেতা রবিউল হোসেন রবি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিনহাজ উদ্দিন টিটু, ছাত্রদল নেতা নাঈম সরকার, ছাত্রদল নেতা মো. তারেক বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন ধুম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মেজবাউল হক মনিক, বিএনপির প্রবীণ নেতা মাঈন উদ্দিন কোম্পানী, বারইয়ারহাট পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, মিরসরাই পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেদোয়ান হোসেন, ছুট্টু কমিশনার, ইছাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু, যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম চৌধুরী।
সব শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ ও দেশের মানুষের কল্যাণে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়েছে।