তৃণমূল সরকারের দেয়া জমি ফিরিয়ে দিলেন সৌরভ

আইসিএসই বোর্ড এর অধীনে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একটি স্কুল তৈরির জন্যে মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল সরকার সৌরভ গঙ্গোপাধ্যায়কে যে দু’একর জমি দিয়েছিলো তা ফিরিয়ে দিলেন সৌরভ৷ সম্প্রতি মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর সঙ্গে দেখা করে জমি ফিরিয়ে দেন সৌরভ৷ জমিটি তৃণমূল সরকার দিয়েছিলো গঙ্গোপাধ্যায় এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটিকে, সৌরভ যার প্রেসিডেন্ট৷ অনেকেই এই জমি ফেরত দেয়ার সঙ্গে সৌরভের বিজেপি যোগের বিষয়টিকে এক করছেন৷ কিন্তু, সৌরভের ঘনিষ্ঠ মহল বলছে, নিউ টাউন এর সিটি সেন্টার টু এর কাছে এই দু’ একর জমি নিয়ে একটানা মামলা চলায় বিরক্ত সৌরভ জমি ফিরিয়ে দিলেন৷ বাম আমলেও তদানীন্তন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অশোক ভট্টাচার্যের ব্যবস্থাপনায় স্কুল তৈরির জন্যে পাওয়া দু’ একর জমি সৌরভ ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিলেন মামলা মোকদ্দমার চাপে৷ এবারও তাই হল ৷ অনেকেই অবশ্য তৃণমূলের জমি ফিরিয়ে দেয়ার পেছনে বিজেপির চাল দেখছে৷ তারা মনে করছে, দিল্লি সৌরভকে দু’হাজার একুশের নির্বাচনে রাজ্যে মুখ করতে চায়৷ তাই, তারাই তৃণমূলের সঙ্গে সৌরভের সম্পর্ক ছিন্ন করতে উদ্যেগী হয়েছে৷