চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকায় চট্টগ্রাম বন্দরের বিভিন্ন যন্ত্রাংশ রাখার পরিত্যক্ত ঘর থেকে আনুমানিক দেড় বছর বয়সী এক মেয়ে শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৮ আগস্ট) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ধরনের যন্ত্রাংশের স্তূপের পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা বলেন, ধারণা করা হচ্ছে আজকে সকালে শিশুটিকে হত্যা করে লাশটি ফেলে গেছে কেউ। আনুমানিক দেড় বছর বয়সী মেয়ে শিশুটির কপাল ও ঘাড়ে আঘাতের চিহ্ন আছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আশপাশের এলাকার বাসিন্দাদের কেউ মৃতদেহটি শনাক্ত করতে পারেননি। নগরীর ১৬ থানায় ম্যাসেজ দেওয়া হয়েছে। পরিচয় বের করার চেষ্টা চলছে।’











