শফিউল আলম, রাউজানঃ ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসাবে চুড়ান্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

(৪ ডিসেম্বর) বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির প্রার্থী হিসাবে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর না মঞোষনা করেন ।
পূর্বে সারাদেশের সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষনা করা হলে ও চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহবায়ক সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকার দুজনেই প্রার্থী হতে লবিং চালিয়ে যায়। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম ৬ রাউজান আসনে প্রার্থী চুড়ান্ত হলেন।
(৪ ডিসেম্বর) বৃহস্পতিবার চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নাম ঘোষনা করার পর পর রাউজানে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা উৎসবে মেতে উঠে। রাউজানের বিভিন্ন এলাকায় আননদ উৎসব করতে দেখা যায়। নেতা কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে নিয়ে পোষ্ট করতে দেখা যায়।











