সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে মৃত্যৃ ১

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে উজ্জ্বল তালুকদার (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার কালিয়াইশ ইউনিয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দেবেন্দ্র তালুকদারের ছেলে।

সাতকানিয়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মং ইউ মারমা বলেন, কালিয়াইশ এলাকায় ট্রেনে কাটা পড়ে একজন মারা গেছে। বিষয়টি চট্টগ্রাম রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। দুর্ঘটনার সময় অনুযায়ী, বেশ কয়েকটি ট্রেন সাতকানিয়া অতিক্রম করে, তাই কোন ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি মারা গেছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।