সৌদি আরবের জেদ্দায় আল হারামাইন রেল স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মক্কা প্রদেশের সিভিল ডিফেন্সের মুখপাত্র কর্নেল মুহাম্মদ আল কোররানির বরাতে রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিক নিউজের আরবি সংস্করণ থেকে জানা যায়, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাত টায় আল হারামাইন হাইস্পিড রেল স্টেশনে হঠাৎ এ আগুন লাগার ঘটনা ঘটে। ঠিক ১১ মাস আগে একই রেল স্টেশনের একই জায়গায় আগুন লেগেছিল বলে জানা গেছে। তিনি আরও জানান, ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। তব এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন তিনি।৪৫০ কিলোমিটার দৈর্ঘ্যের হারামাইন রেলওয়ে সৌদি আরবের দুই পবিত্র শহর মক্কা ও মদিনাকে যুক্ত করেছে। ৭৩০ কোটি ডলারের এই রেললাইন ২০১৮সালের সেপ্টেম্বরে চালু করা হয়। সৌদি আরব তার তেল নির্ভরতা কমিয়ে এনে পর্যটন খাতকে উন্নত করতে যে পরিকল্পনা হাতে নিয়েছে, এই রেল স্টেশন সেটিরই অংশ। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এই রেল স্টেশনের উদ্বোধনের পর পবিত্র মক্কা ও মদিনার মধ্যে দ্রুতগতির এ রেল সেবা চালু হয়।
