ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কাঁচপুর সেতু এলাকায় ঈদযাত্রায় ব্যাপক ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। আজ শুক্রবার সকাল থেকে এ পথে যানবাহনের অনেক চাপ বেড়ে যাওয়ায় এ ভোগান্তির সৃষ্টি হয়।
শুক্রবার ভোর থেকেই শুরু হয়েছে যানবাহনের ধীরগতি ও যানজটের। এতে করে বাড়ি ফেরা মানুষেরা পড়েছেন তীব্র ভোগান্তিতে।
যানজট প্রসঙ্গে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন গণমাধ্যমকে জানান, সকাল থেকেই চাপ বেড়েছে। যানজট রয়েছে তবে সেটি নিরসনে কাজ করছে ট্রাফিক বিভাগ।
ওসি আরও বলেন, আমরা সকাল থেকেই চেষ্টা করছি ধীরগতিতে হলেও যেন যানবাহন চলাচল স্বাভাবিক থাকে। যানজট যেন না লেগে থাকে সেদিকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।
এদিকে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বাসের প্রতি দুই আসনের বিপরীতে একজন যাত্রী নেওয়ার কথা বলে ভাড়া বাড়ালেও আজ ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। অধিকাংশ বাস বাড়তি ভাড়া ঠিকঠাক আদায় করলেও যাত্রী নিচ্ছে প্রতিটি সিটেই।
সরেজমিনে দেখা যায়, যাত্রীরা অভিযোগ করছেন, যানবাহনে সামাজিক দূরত্ব ও বাসের সিট ফাঁকা না রেখেই পুরো বাস ভরে যাত্রী নিয়েছেন। এতে স্বাস্থ্যবিধি কোনোভাবেই মানা হয়নি।