আমিরাতে ঈদুল আযহার নামাজও ঘরে আদায় করতে হবে

আলী রশিদ, আমিরাত প্রতিনিধি:: কাল ৩১ জুলাই ২০২০ জুমাবার সংযুক্ত আরব আমিরাতে মসজিদ বা ঈদগাহে ঈদের নামাজ হবে না। ঘরেই পড়তে হবে ঈদের নামাজ। তবে মসজিদে মসজিদে তাকবীর হবে।

বৈশ্বিক মহামারী করোনার কারণে গণজমায়েত এড়াতে আরব আমিরাতে জুমার নামাজের মতো ঈদুল আজহার নামাজও ঘরে আদায় করতে বলা হয়েছে। তবে ঈদের দিন সকালে মসজিদে মসজিদে তাকবির প্রচারিত হবে। সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আযহা উপলক্ষে পাবলিক ও প্রাইভেট সেক্টরে চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
নামাজের সময়সূচি ঃ
ঈদের নামাজ মসজিদ কিংবা ঈদগাহে হবে না, ঘরেই পড়তে হবে।
সংযুক্ত আরব আমিরাতে চলমান করোনা ভাইরাস মহামারীর প্রাদুর্ভাব বিস্তার প্রতিরোধে ঈদের নামাজ মসজিদ কিংবা ঈদগাহে হবে না। ঘরেই পড়তে হবে।
আমিরাতের বিভিন্ন অঞ্চলে ঈদুল আজহার নামাজের সময়সূচি নিম্মরুপঃ
আবুধাবি — সকাল- ৬.০৭ মিঃ
আল আইন— সকাল – ৬.০১ মিঃ
মদিনাত জায়েদ (বদর জায়েদ)— সকাল- ৬.১২ মিঃ
দুবাই— সকাল- ৬.০৩ মিঃ
শারজাহ– সকাল- ৬.০২ মিঃ
আজমান – সকাল- ৬.০২ মিঃ
উম্মুল কুইআন – সকাল- ৬.০১ মিঃ
রাস আল খাইমাহ– সকাল- ৫.৫৯ মিঃ
ফুজাইরাহ – সকাল – ৫.৫৮ মিঃ