নির্বাচনের নামে নির্লজ্জ প্রহসন হয়েছে: শওকত মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি নির্বাচনের নামে এক নির্লজ্জ প্রহসনের আয়োজন করেছে আওয়ামীলীগ। জাতি আওয়ামী লীগের নির্লজ্জ রুপ আবার নতুন করে দেখল বলেও মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ।

আজ বুধবার (৬ ফেব্রুয়ারি) তৃণমূল নেতাদের খোঁজখবর নিতে এবং চট্টগ্রাম জেলার দলীয় মনোনীত প্রার্থীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সরকার গায়েবী মামলা, দলীয় ক্যাডারদের দিয়ে হামলার মাধ্যমে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দমিয়ে রাখতে চায়। বিএনপি এদেশের জনগণের সংগঠন। এদেশের জনগণের জন্যই বিএনপি খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়াবে। জনগণকে সাথে নিয়ে এদেশের গণতন্ত্র ফিরিয়ে আনবে।

চট্টগ্রাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক ইদ্রিস আলীর সঞ্চালনায় নসিমন ভবনের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জন গোমেজ, সাংস্কৃতিক সম্পাদক তকদির হোসেন জসিম, বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, চট্রগ্রাম মহানগর বিএনপির সহ সভাপতি আজিজুর রহমান, সহ সভাপতি মোহাম্মদ ভোলা, সহ সভাপতি সাবেক কাউন্সিলর মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী বেলাল, বোয়ালখালি পৌর মেয়র আবুল কালাম আজাদ, বিএনপি নেতা মনজুর কাদের প্রমুখ।

স্বাগত বক্তব্যের পর চট্টগ্রাম মহানগরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে মনোনীত প্রার্থীদের সাথে একান্তে মতবিনিময় করেন কেন্দ্রীয় ৫ সদস্যের নেতৃবৃন্দ।

বিকেলে চট্টগ্রাম উত্তর, কাল সকালে চট্টগ্রাম দক্ষিণ এবং বিকেলে তিন পার্বত্য এলাকার দলীয় মনোনীত প্রার্থী এবং তৃণমূলের নেতাকর্মীদের সাথে কথা বলবেন শওকত মাহমুদ। একই সময়ে চলমান গায়েবী মামলা এবং নির্যাতনের তালিকা সংগ্রহ করা হবে।