নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই।
কাপ্তাইয়ের বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউটের মেকানিক্যাল বিভাগের প্রাক্তন মেধাবী ছাত্র নয়ন দাশ বাঁচতে চায়। সে জটিল দূরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নয়ন দাশ বিএসপিআই থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে (সেশন ২০১৪-১৫) পড়াশোনা শেষ করেছে। মধ্যবিত্ত পিতা-মাতার একমাত্র আয়ের শেষ সম্বল নয়ন। তার পিতা পেশায় একজন কৃষক ৷ তাদের গ্রামের বাড়ী সাতকানিয়া উপজেলার আমিলাইষ গ্রামে।
বিএসপিআইয়ের ৫১ তম ব্যাচের ছাত্র মোঃ রাকিব, নিশান, মামুন জানান, নয়ন দাশ মাত্র ২৩ বছর বয়সে CARCINOMA RECTUM (CANCER) নামক জটিল ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে। দীর্ঘদিন যাবৎ সে চিকিৎসা নিচ্ছে সিএমসি ও বিভিন্ন প্রাইভেট হসপিটালে। ইতিমধ্যে সে ২৮টি রেডিও থেরাপি নিয়েছে (Radiotherapy, United Hospital Dhaka) এবং এপর্যন্ত তার চিকিৎসায় প্রায় ৮ লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। তার চিকিৎসার জন্য মোট ৩০ লাখ টাকা প্রয়োজন বলে তার বন্ধুরা জানান।
বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অনক্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ সাজ্জাদ মোহাম্মদ ইউসুফের তত্ত্ববধানে চিকিৎসা নিচ্ছেন।
অপারেশনের পূর্বে তাকে আরো ১৬টি কেমোথেরাপি (Chemotherapy, CSCR Chemotherapy Center,Chittagong) নেওয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। কিন্তু প্রতিটি কেমোথেরাপির জন্যে প্রায় ৩০ হাজার করে সর্বমোট ৪ লাখ ৮০ হাজার টাকার মতো খরচ হবে।
এছাড়া, তার অপারেশনের জন্যও প্রচুর অর্থের প্রয়োজন। এই বিশাল অঙ্কের অর্থের ব্যয় নির্বাহ করা মধ্যবিত্ত পরিবারটির পক্ষে একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। ইতিমধ্যে নয়ন দাশের চিকিৎসার জন্যে অর্থের যোগান দিতে গিয়ে তার পরিবার সর্বশান্ত হয়ে পড়েছেন।বর্তমানে পরিবারটি চরম হতাশা, দুঃখ-কষ্ট ও দারিদ্রতার মধ্যে দিন অতিবাহিত করছে৷
এমতাবস্থায় অসহায় পরিবারটি দেশের বিত্তবান ব্যক্তিদের কাছ থেকে মানবিক সাহায্যের আহবান জানান। সকলের সামান্য সহায়তায় হয়তো বাঁচাতে পারে একটি প্রাণ। ফিরে পেতে পারে পরিবারটি তাদের আদরের সন্তানকে ।
তাদের আবেদন একটাই। নিজ নিজ অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী নয়নের জন্যে সাহায্যের হাত বাড়িয়ে দিন। নয়নকে সাহায্য পাঠাতে চাইলে তার
ব্যক্তিগত বিকাশ নম্বর: 01833004816 (নয়ন দাশ),
ব্যক্তিগত বিকাশ নম্বর ও নগদ নম্বর, 01511910320 (সুভাষ দাশ রকি–নয়ন দাশের ভাই) এবং
ব্যক্তিগত ব্যাংক একাউন্ট নম্বর, 7017012386061(DBBL) নোয়াপাড়া পথের হাট শাখা।
একাউন্টের নাম, Nayan Das,
রকেট একাউন্ট (নয়নের পারসোনাল)
015119103204 এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।