কাপ্তাই সমাজসেবার চেক পেল অসুস্থ ২ ব্যক্তি

নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই

কাপ্তাই উপজেলাধীন রাইখালী ইউনিয়নের বাসিন্দা লিভার সিরোসিসে আক্রান্ত হেলায়েত হোসেন এবং ব্রেইন স্ট্রোকে আক্রান্ত উপজেলা সদর বড়ইছড়ি নিবাসী মোঃ শাহাবুদ্দীনকে সরকারের সমাজসেবা অধিদপ্তর থেকে প্রত্যেককে ৫০ হাজার টাকা করো সর্বমোট ১ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল ওই ব্যক্তিদের হাতে সমাজসেবা অধিদপ্তরের চেক হস্তান্তর করেন। এসময় উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।