আয়া সোফিয়া দেখা যাবে ফ্রিতে

তুরস্কের বিখ্যাত স্থাপনা আয়া সোফিয়ায় প্রবেশে এখন থেকে আর কোনো ফি লাগবে না। পাঁচ ওয়াক্ত নামাজের সময় ছাড়া অন্য যেকোনো সময় তাতে পর্যটকরা প্রবেশ করতে পারবে বলে জানিয়েছে তুরস্কের একপার্টির মুখপাত্র উমর গেলিক।

গত শুক্রবার (১১ জুলাই) তুরস্কের সুপ্রিম কোর্ট ১৯৩৪ সালের ২৪ নভেম্বরে মন্ত্রীপরিষদের আয়া সোফিয়া মসজিদকে জাদুঘরে রূপান্তরের নির্দেশনা রহিত করে। এরপর থেকে তাতে প্রবেশ করতে নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করতে হত। এখন আর তা দিতে হবে না।

আদালতের ঘোষণার পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিখ্যাত আয়া সোফিয়াকে মসজিদ হিসেবে ব্যবহারের ঘোষণা দেয়। তিনি বলেন, সুলতান মুহাম্মাদ ফাতিহ বিজয়ের পর এখানে প্রথম জুমার নামাজ আদায় করেন। অতঃপর এটিকে ক্রয় করে মসজিদে রূপান্তর করেন। তাই স্থাপত্য নিদর্শনের অংশ হিসেবে এটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।

সূত্র: আলজাজিরা