আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান সুজনের

নিউজডেস্ক: নগরের বিভিন্ন এলাকায় নাগরিক সমস্যা চিহ্নিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবুর রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

বুধবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে সাক্ষাৎ করে এ আহ্বান জানান তিনি।

খোরশেদ আলম সুজন এসময় নগরের যানজট অনেকটা নিরসন হওয়া পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানান।

সুজন বলেন, চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগরী। বাণিজ্যিক নগর হিসেবেও চট্টগ্রামের সুখ্যাতি রয়েছে। এখানে রয়েছে পাহাড়, নদী এবং সাগরঘেরা মনোরম পরিবেশ।

এর পাশাপাশি রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর, সমুদ্রবন্দর, বিমান ঘাঁটি, নৌ ঘাঁটি, তেল শোধনাগার, কাস্টম, ইপিজেড, ব্যাংক, বীমা, কল কারখানাসহ বিভিন্ন ধরনের সরকারী বেসরকারী প্রতিষ্ঠান।

এসব কারণেই বিপুল সংখ্যক জনসাধারনের বসবাস এ নগরীতে। তাই এ নগরকে যানজটমুক্ত, অপরাধমুক্ত এবং বাসযোগ্য পরিণত করতে হবে।