বাঘাইছড়িতে পাহাড় ধস: সড়ক বন্ধ, দুর্ভোগে সাধারণ মানুষ

রাঙামাটি জেলার বাঘাইছড়িতে টানা বৃষ্টিতে পাহাড় ধসে সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।

রবিবার দিবাগত রাতে পাহাড়ের মাটি পড়ে উপজেলার খেদারমারা ইউনিয়নের সাথে সদর উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন স্থানীয়রা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সপ্তাহব্যাপী টানা বর্ষণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন স্থানে দেখা দিয়েছে পাহাড় ধস। পাহাড় থেকে মাটি নেমে এসে বন্ধ হয়ে যাচ্ছে চলাচলের সড়ক। বর্তমানেও টানা বৃষ্টি অব্যাহত রয়েছে পাহাড়ে। তাতেই বড় ধরণের পাহাড় ধসের শঙ্কা করছেন স্থানীয়রা।
এরই মধ্যে পাহাড় ধসের কারণে বাঘাইছড়ি উপজেলার কাচালং বাজার, খেদারমারা ইউনিয়নের সাথে বাঘাইছড়ি থানা এলাকায় যোগাযোগ বন্ধ রয়েছে। যোগাযোগ বন্ধ থাকায় বিপাকে পড়েছে কয়েক হাজার মানুষ। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় কাচালং নদীর প্রবল স্রোতের মধ্য দিয়েও জীবনের ঝুঁকি নিয়ে নদী পথে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে।

বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের চেয়ারম্যান সন্তুষ কুমার চাকমা জানান, বাঘাইছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ডে পাহাড় ধস হয়েছে। বিষয়টি মেয়র ও ওয়ার্ড কাউন্সিলরকে জানানো হয়েছে। আশা করি দ্রুত সড়ক পরিষ্কার করার কাজ শুরু হবে।