সৌরভ বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে বেতন নেননা, মোট আয় ৪শো ১৬কোটি টাকা

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এক টাকাও বেতন নেননা। সৌরভ নিজেই একথা জানিয়ে বলেছেন পদটি অবৈতনিক। ক্রিকেটের জন্যে কিছু করার তাগিদে তিনি এই পদ নিয়েছেন। সৌরভ দু’হাজার উনিশ সালের অক্টোবরে বোর্ড প্রেসিডেন্ট হন। সৌরভ একশো তেরোটি টেস্টে মোট সাত হাজার একশো বাইশ রান করেছেন। তিনশো এগারোটি ওয়ানডেতে তার রান এগারো হাজার তিনশো তেষট্টি। তিনি ঊনপঞ্চাশটি টেস্টে ভারতের অধিনায়ক ছিলেন। একুশটি টেস্ট জিতেছেন।
ওয়ানডেতে একশো ছিয়াত্তরটি ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতেছেন ছিয়াত্তরটিতে। পুমা, ডিটিডিসি, টাটা টেলি সেঁক গোল্ড এবং জে এস ডাবলু সিমেন্ট এর তিনি ব্র্যান্ড এম্বাসাডার। এছাড়াও জি বাংলার দাদাগিরি তাঁকে মোটা অর্থ দেয়। এক পুমাই দেয় বছরে চার কোটি পয়ত্রিশ লক্ষ টাকা। সৌরভের মোট আয় এখন চারশো ষোলো কোটি টাকা।