জঙ্গি দল জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) যাদের নেতৃত্বে ১৩ বছর আগে সারা দেশে একযোগে বোমা হামলা চালিয়েছিল, তাদের কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হয়েছে অনেকে, কেউ কেউ ধরা পড়ে আছে কারাগারে; কিন্তু ফাঁসির আসামি সালাউদ্দিন সালেহীন ওরফে সানি এখনও রয়েছে ধরা ছোঁয়ার বাইরে।
২০১৪ সালের ২৬ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে এক পুলিশ সদস্যকে হত্যা করে জেএমবির তিন শীর্ষ নেতাকে ছিনিয়ে নেওয়া হয়। সালাউদ্দিন সালেহীন তাদেরই একজন।