https://www.facebook.com/ShawonImtiaz/posts/7181116301962384?__cft__[0]=AZUQZVwrzLB0i64s5I4fuG8TIg7LutIuOJ3E8GJ_xvCX-cvwZHDTNCJWOU530jW6LmrulN-KT2t5Voe8D2Hig98kT_g_du-52pUY1xhy-KjSgBB6PfIiCqJ49iQiu1xOq_B2DJlL27ZmMbtqMxbYvOS_&__tn__=%2CO%2CP-R
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণা পুকুরে এ পাঙ্গাস মাছগুলো পাওয়া গেছে। দেখতে অনেকটা হাতির বাচ্চার মত, এদের মধ্যে সবচেয়ে বড়টির ওজন পাওয়া গেছে ১৫০ কেজিরও অধিক। আর এ পাঙ্গাস মাছটিই দেশের সবচেয়ে বেশি ওজনের পাঙ্গাস। ৫০ টির মত এমন আকৃতির পাঙ্গাস মাছ সংগ্রহে আছে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ।
তিনি আরো জানান, দেশের বাইর থেকে ময়মনসিংহের একটি বেসরকারী হ্যাচারী মালিক মাছটি সংগ্রহ করেন। তাদের কাছ থেকে মাছগুলো গবেষণার জন্য আনা হয়। ওই সময় মাছের ওজন ২০-৩০ কেজি থাকলেও বর্তমানে এদের ওজন কয়েকগুণ বেড়ে গেছে। প্রজননের মাধ্যমে মাছটিকে সারাদেশে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টায় ইনস্টিউটের বিজ্ঞানীরা এটি নিয়ে গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
লেখা ও ভিডিও ধারণ: আবুল বাশার মিরাজ