জাতীয় পাঠ্যপুস্তক দিবস বই উৎসবে পরিণত হয়েছে

জাতীয় পাঠ্যপুস্তক ও বই উৎসব উপলক্ষে আলকরণ সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়, বান্ডেল সরকারি বালক ও বালিকা প্রাথমিক বিদ্যালয়, সাবিত্রীসুধা সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয় ও আলকরণ সুলতান আহমদ দেওয়ান সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বছরের নতুন বই বিতরণ করেন ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ হাসান মুরাদ বিপ্লব।

আলকরণ সুলতান আহমদ দেওয়ান সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি শিক্ষক শাহাদাত হোসেন এর সভাপতিত্বে ও আলকরণ সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিলুফার ইয়াসমিন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবিত্রীসুধা সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ¦ আবদুল হালিম দোভাষ, সহ-সভাপতি হাজী মঞ্জুর মোর্শেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি আলহাজ¦ আবদুল হান্নান, সদস্য সাবিনা কাইয়ুম লাকী, শারফিন কবির, সিরাজুর রহমান, নিগার সুলতানা, প্রধান শিক্ষিকা আয়েশা পারভীন, আন্না চক্রবর্তী, রমা রানী দেবী, দেবী ভট্টাচার্য্য, মহানগর যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, হুমায়ুন মোর্শেদ শাকিল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবদুল আহাদ, নারী নেত্রী বৃষ্টি বৈদ্য, মনোয়ারা বক্স, মহানগর ছাত্রলীগ নেতা অনিন্দ্য দেব, অভিভাবক সদস্য মোঃ ইলিয়াছ, মেহেদী হাসান, ছাত্রনেতা সৌরভ দাশ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

প্রধান অতিথি বলেন, নতুন বছরের নতুন প্রজন্মের জন্য সুখবর হচ্ছে স্বাধীনতা পক্ষের শক্তি আবার রাষ্ট্রীয় ক্ষমতা। সুতরাং উদ্বেগ উৎকন্ঠার দিন শেষ। বর্তমান সরকার ও নব-নির্বাচিত সরকার একটি শিক্ষা বান্ধব প্রজন্ম জাতিকে উপহার দিয়ে এই দেশকে উন্নয়নের শিখরে পৌছে দেওয়া এখন আর স্বপ্ন নয় বাস্তবে পরিণত হচ্ছে। তিনি শেখ হাসিনা সরকারের উন্নয়ন তুলে ধরে আরো বলেন, বর্তমান সরকার শিক্ষাকে গুণগতমান উন্নয়নের পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকে বিশে^র উন্নতশীল রাষ্ট্রের সাথে সমন্বয় রেখে শিক্ষাকে বিশ^ায়নের মানে রূপান্তরিত করার জন্য কাজ করে যাচ্ছেন।