চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি পালন

 

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে পরিবেশের ভারসাম্য রক্ষায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের ৩ মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের নির্দেশনায় আজ ২৬ জুন শুক্রবার বিকালে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির উদ্ধোধন করেন চন্দনাইশ উপজেলা যুবলীগের সদস্য মাহিদুল ইসলাম রাজিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এম.মনজুর আলম। এ সময় প্রধান অতিথি এম.মনজুর আলম বলেন পরিবেশ রক্ষায় প্রয়োজনের তুলনায় আমাদের দেশে বৃক্ষ অনেক কম। ‘পরিবেশ ও গাছপালা আমাদের বন্ধু। মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার সুজলা-সুফলা বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে, বাঙালির জীবনকে ফুল ও ফলে ভরে তুলতে গাছ লাগানোর বিকল্প নেই।’ এ ধারবাহিকতায় আমরা কাজ করে যাচ্ছি। প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় অন্যতম হাতিয়ার গাছপালা। এজন্য সবাইকে গাছ লাগানোর আহবান জানান তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন সাতবাড়িয়া ৯ নাম্বার ওয়ার্ড ছাত্রলীগ এর সাবেক সভাপতি সাদ্দাম হোসেন, সাতকানিয়া উপজেলা যুবলীগ নেতা রিদুয়ান সাঈদ চৌধুরী, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক উপ ক্রীড়া বিষয়ক সম্পাদক নুর হোসেন, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ সাজ্জাদ হোসেন রিয়াদ, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ নেতা রাকিব, সফিউল আলম, বাবুল, রায়হান প্রমুখ।