ভোক্তা অধিকার আইন লংঘনের দায়ে রাজধানীতে ৫টি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এরমধ্যে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রি করায় টাইম ফার্মা নামের একটি ওষুধের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা না থাকায় নুর মাংসের দোকানকে ২ হাজার টাকাসহ আরো ৩টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ ভোক্তা অধিকারের নিয়মিত অভিযানকালে এ জরিমানা করা হয়। ভোক্তা অধিকারের উপপরিচালক মো. মাসুম আরেফিন মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদির মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় ও পরিচালক (প্রশাসন) এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচারিত হয়। এতে প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস ও ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল কর্তৃক ঢাকা মহানগরীর মিরপুর শাহ আলী বাজার, মিরপুর ৬ নং বাজার, মিরপুর বড় বাজার,কল্যাণপুর নতুন বাজার, শেওড়া পাড়া অলি মিয়া বাজার, তালতলা বাজার ও মিরপুর এলাকার বিভিন্ন আড়ৎ, কাঁচা বাজার ও ফার্মেসীতে অভিযান পরিচালিত হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লংঘনের অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহা নির্ধারিত ও ধার্যকৃত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় এবং নিয়মিতভাবে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্যতালিকা টানানোর জন্য সংশ্লিষ্ট ব্যাবসায়ীদের অনুরোধ জানান। এ নিয়মের ব্যত্যয় ঘটলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি সতর্ক করেন।