মুক্তির অপেক্ষায়…

শারমিন সুলতানা রাশা: অনেক রাত ধরেই ক্ষুধা পোষে মেয়েটি। কারণ? পরিবারের সঙ্গে এক টেবিলে খেতে হয়!
মাস কয়েক আগে শ্বশুর বাড়ি ঘর বাঁধতে যায়। নিশ্চিন্তে বরের সাথে সময়ও কাটাচ্ছিল। এরই মধ্যে অদৃশ্য এক শত্রুর হানায় কিছুদিনের জন্য ঘরের বাইরে যেতে হয় বাড়ির বউকে।
পিতৃগৃহে আইসোলেশনে থেকে সুস্থ হয়েছে অনেক দিন। শ্বশুরবাড়ির কেউ বাড়ি ফিরে যাওয়ার কথা একবারও বলে নি। এ নিয়ে মেয়েটির পরিবার উদ্বিগ্ন। সঙ্কোচ ভুলে নিজেই যোগাযোগ করলো। ও বাড়ি থেকে বলা হলো পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে।
ঈদের রাত। এক টেবিলে খাচ্ছিল পরিবারের সবাই। অপেক্ষায় ক্লান্ত মেয়েটি হঠাৎ বিস্ময় বাণ ছুড়লো-
‘বাবা! মা! তোমাদের সঙ্গে বসে খাই? খাওয়ার সময় কোন প্রশ্ন করো না প্লিজ!’
শারমিন সুলতানা রাশা, মঞ্চাভিনেত্রী, নির্দেশক, গল্পকার ও নাট্যকার