স্বেচ্ছাসেবীদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর ব্যয় ভার গ্রহনের পর এবার করোনা আক্রান্ত রোগীর জন্য ৪টি অক্সিজেন সিলিন্ডারসহ সম্পূরক সামগ্রী প্রদান করেছেন ওয়েল গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ লিমিটেড।
গতকাল গাউছিয়া কমিটি বাংলাদেশ এর স্বেচ্ছাসেবী টিমের নিকট এসব সামগ্রী হস্তান্তর করেন ওয়েল গ্রæপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম। করোনায় আক্রান্ত সংকটাপন্ন রোগীদের জরুরী হাসপাতালে প্রেরনকালে গাড়ীতে এবং বাসায় রোগীদের চাহিদা মোতাবেক অক্সিজেন সরবরাহ করা হবে বলে গাউছিয়া কমিটির পক্ষ থেকে জানানো হয়।
সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, গাউছিয়া কমিটি বাংলাদেশ এর স্বেচ্ছাসেবী টিম করোনায় মৃত ব্যাক্তির পরিবহন, গোসল, জানাজা, দাফন ও কাপনে কাজ করা ছাড়াও হাসপাতালে রোগী পরিবহনেও করোনা আক্রান্ত পরিবারের পাশে থেকে মানবিক দায়িত্ব ও কর্তব্য পালন করছে। সাম্প্রদায়িকতার উর্ধে থেকে সকল ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল দুর্দশাগ্রস্থ মানুষের পাশে থেকে কল্যান কাজে নিজেদের নিবেদিত করে তারা প্রকৃত ধর্মাচরনই করছেন। আমাদের উচিৎ মানবিক কর্মকান্ডে নিবেদিতদের সামর্থ বৃদ্ধি করতে প্রয়োজনীয় সহায়তা দিয়ে তাদের পাশে থাকা। তিনি আরো বলেন, ওয়েল গ্রæপ সবসময় রাষ্ট্র, ধর্ম, সমাজ ও মানুষের কল্যানে অবদান রেখে আসছে। ভবিষ্যতেও ওয়েল গ্রæপ সকল কল্যানধর্মী কাজে অংশ গ্রহন করে যাবে।