দুলাল মিয়ার ইন্তেকাল দাফন সম্পন্ন

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহেশখালী উপজেলা (উত্তর) শাখার সহ-সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা কুতুব উদ্দিন আল-কাদেরীর পিতা আলহাজ্ব মুহাম্মদ দুলাল মিয়া (৭০) গত ২৪ জুন, বুধবার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজেউন) মরহুমের নামাজের জানাযা ঐদিন বাদে এশা মাতারবাড়ী পুরান বাজার বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের ইন্তেকালে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহেশখালী উপজেলা (উত্তর) শাখার সভাপতি মাওলানা আবদুল মান্নান জেহাদী, সাধারন সম্পাদক মাওলানা আজিজুর রহমান আল-কাদেরী, গাউছিয়া আহমদিয়া সুন্নীয়া নুরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মিনহাজুল আবেদীন, সাখাওয়াত রেজা, ছাত্রসেনা মহেশখালী উপজেলার সভাপতি মীর মুহাম্মদ এরশাদ হোসাইন, সাধারণ সম্পাদক হাফেজ আনিসুর রহমান, ছাত্রসেনা মাতারবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ তৌফিকুল ইসলাম কাদেরী, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান তোফাইল গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবার পরিজনদের সমবেদনা জ্ঞাপন করেন।