শফিউল আলম,রাউজান প্রতিনিধিঃ রাউজান পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম গহিরায় ১৯২২ সালে সমাজ সেবক হামদু মিয়া হামদু মিয়া জামে মসজিদ প্রতিষ্টা করেন । মসজিদ প্রতিষ্টার সময়ে প্রথমে বাশের বেড়া ও টিনের ছাউনি দিয়ে নির্মান করা হয় । পরে মটির গুদাম টিনের ছাউনি দিয়ে নির্মান করা মসজিদটিকে এলাকার মুসল্লিরা নামাজ আদায় করতো । পর মাটির গুদাম ভেঙ্গে মসজিটি পাকা করে নির্মান করা হয় । পাকা মসজিদটি জরার্জিন হয়ে পড়লে সমাজ সেবক মরহুম হামদু মিয়ার নাতি ইউরোপ দেশে প্রতিষ্টিত ব্যবসায়ী কামাল ইমতিয়াজ মসজিদটি ভেঙ্গে গত চার বৎসর পুর্বে নতুন করে মসজিদটির পুনঃ নির্মান কাজ শুরু করে। চারবৎসর মসজিদটির নির্মান কাজ করার পর মসজিদের নির্মান কাজ শেষ হলে গত ১৪ ফেব্রæয়ারী মসজিটির উদ্বোধন করেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি । ৫ কোটি টাকা ব্যয়ে ৬হাজার বর্গফুট আয়তনের দ¦ীতল মসজিদটি কারুকার্য করে নির্মান করা হয়েছে । মসজিদের মধ্যে মহিলাদের জন্য পৃথকভাবে জুমার নামাজ সহ পাচঁ ওয়াক্ত নামাজ আ্দায় করার জন্য আলদা ভারে মসজিদ নির্মান করা হয়েছে । পুরুষ ও মহিলারা পৃথক পৃথকভাবে জুমার নামাজ সহ পাচঁ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য রাউজানের আর কোথা ও মসজিদ নির্মান করা হয়নি । রাউজান পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম গহিরায় চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের পাশে নব নির্মিত হামদু মিয়া মসজিদটির অপরুপ সৌন্দয্যে এলাকাকে আলোকিত করেছে। নব নির্মিত হামদু মিয়া জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ ইয়াকুব জানান নব নির্মিত হামদু মিয়া মসজিদের খতিব, ইমাম,মুয়াজ্জিনদের মাসিক সম্মানী ও মসজিদের খরচের টাকা মসজিদের প্রতিষ্টাতা হামদু মিয়ার নাতি ব্যবসায়ী কামাল ইমতিয়াজ বহন করেন। ব্যবসায়ী কামাল ইমতিয়াজ মাঝে মধ্যে এলাকায় এসে এলাকার মুসল্লীদের সাথে মসজিদে নামাজ আদায় করেন । চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার মানুষ যানবাহনে চলাচল করার সময়ে নব নির্মিত হামদু মিয়া জামে মসজিদটির অপরুপ সৌন্দয্য দেখে মুগ্ধ হয় । অনেক লোক কার মাইক্রোবাস থামিয়ে মসজিদে নামাজ আদায় করেন ।











