ফ্রান্সে প্রশিক্ষণরত বাংলাদেশি সাঁতারু আরিফুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। উপসর্গ থাকায় গতকাল দুপুরে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর এই সাঁতারু। মুঠোফোনে আরিফ দৈনিক মানবজমিনকে নিজেই জানিয়েছেন এই তথ্য। আরিফ বলেন, ‘গত শুক্রবার ক্লাবে সুইমিং করে ফেরার পর থেকেই অসুস্থ হয়ে পড়ি। প্রথম তিন দিন অবস্থা খুবই খারাপ ছিল। জ্বর, শরীর ব্যাথাসহ করোনার সকল উপসর্গ ছিল। এখন অবশ্য বেশ ভালো আছি। প্রথম ক’দিনের সেই ভয়াবহ পরিস্থিতি কাটিয়ে উঠেছি।
এখন মুখে অরুচি ছাড়া তেমন কোনো সমস্যা নেই। তবুও ডাক্তারের পরামর্শে করোনা পরীক্ষা করিয়েছি।’
মার্চের শুরুতে ইউরোপে যখন করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে, তখন ফ্রান্সেই আবাসিক ক্যাম্পে বন্দি হয়ে পড়েন আরিফ। রুয়া শহরের দ্য ভাইকিং রুয়েন ক্লাবে ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে প্রশিক্ষণ নিচ্ছেন বিকেএসপির এই সাঁতারু। তবে তার থাকার জায়গা ক্লাব থেকে ২৫ কিলোমিটার দূরে, যেটা অনেকটাই গ্রামের মতো। অন্যান্য প্রশিক্ষণার্থীদের সঙ্গে লকডাউন সময়টা ভালোভাবেই কাটিয়েছেন আরিফ। ফ্রান্সে পরিস্থিতির উন্নতি হওয়ায় ধীরে ধীরে লকডাউনও শিথিল হয়। আরিফদের ক্লাবের কার্যক্রমও শুরু হয় সীমিত পরিসরে। তবে লকডাউন পরবর্তী সময়ে ক্যাম্প থেকে ক্লাবে যেতে হতো নিজেদের ব্যবস্থাপনায়। শুক্রবার যেদিন প্রথম কাঁপুনি দিয়ে জ্বর এলো, সেদিন ক্লাবে গিয়েছিলেন প্রায় এক কিলোমিটার পথ বৃষ্টিতে ভিজে। এ ছাড়া পাবলিক বাসে যাতায়াত করতে হয়েছে। সেখান থেকেই ভাইরাস সংক্রমণ হলো কিনা সন্দেহ আরিফের মনে। তবে মানসিক দৃঢ়তাও দেখালেন কিশোরগঞ্জের এই সাঁতারু। আরিফ বলেন, ‘এখন তো ভালো আছি। আশা করি খারাপ কিছু হবে না। আর শুরুর ওই অবস্থা যখন কেটে গেছে, পজিটিভ এলেও ভয় পাচ্ছি না। ইনশা আল্লাহ সব ঠিক হয়ে যাবে।’