সৌদি আরবে একদিনে রেকর্ড পরিমাণ করোনা আক্রান্ত

সৌদি আরবে একদিনে রেকর্ড পরিমাণ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ২৪ ঘন্টায় সেখানে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭৩৩ জন। এ নিয়ে টানা ৬ দিন প্রতিদিন আক্রান্তের সংখ্যা ৩ হাজারের ওপরে চলে গেছে। এতে আরো বলা হয়, শুক্রবার জুমার নামাজের আযান দেয়ার ৪০ মিনিট আগে পবিত্র মক্কা ও জেদ্দা বাদে সব স্থানে মসজিদ খুলে দেয়া হবে। সৌদি আরবের সরকারি সংবাদ মাধ্যম সৌদি গেজেটে প্রকাশিত এক খবরে এ কথা বলা হয়েছে। এতে আরো বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী সেখানে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে এক লাখ ১৬ হাজার ১২। উল্লেখ্য, সৌদি আরবে বিধিনিষেধ শিথিল করার পর সেখানে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মন্ত্রণালয় বলেছে, ২৪ ঘন্টায় সেখানে নতুন করে ৩৮ জন মারা গেছেন।
এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫৭ জন। এ সময়ে ২০৬৫ জন রোগী সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়েছেন ৯০ হাজার ১৯ জন। নতুন আক্রান্ত ৩৭৩৩ জনের মধ্যে ১৪৩১ জন রিয়াদের, বাকিরা জেদ্দা, মক্কা, দাম্মাম ও হুফুফের।