শফিউল আলম, রাউজান: চট্টগ্রামের হালদা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।
(৫ ফেব্রুয়ারি) বুধবার হালদা নদীর রাউজান অংশের বিনাজুরি ইউনিয়নের (আইডিএফ) স্টেশন সংলগ্ন স্থান হয়ে ভেসে যাওয়ার সময় এই মৃত ডলফিন উদ্ধার করা হয়। মৃত ডলফিনটি দৈর্ঘ্য প্রায় ৪ ফুট প্রস্থ ২৮ ইঞ্চি এবং ওজন প্রায় ১২ কেজি। এ নিয়ে এখন পর্যন্ত উপজেলা মৎস্য দপ্তরের তথ্য অনুযায়ী ৪৪ টি মৃত ডলফিন উদ্ধার করা হলো।
খবর পেয়ে রাউজান উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী সেখানে উপস্থিত হয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করে ও মৃত্যুর কারণ সম্পর্কে অনুসন্ধান করেন। মৃত ডলফিনটি দৈর্ঘ্য পায় ৪ ফুট ও বেড়/প্রস্থ ৫০ ইঞ্চি এবং ওজন প্রায় ১৩ কেজি। এ নিয়ে এখন পর্যন্ত উপজেলা মৎস্য দপ্তরের তথ্য অনুযায়ী ৪৪ টি ডলফিন মারা গেছে। উদ্ধার হওয়া মৃত ডলফিনটির গায়ে কয়েকটি আঘাতের চিহ্নও দেখা গেছে যার থেকে অনুমান করা হচ্ছে যে, ধারালো শক্ত কিছুর সাথে ধাক্কা লেগে আঘাতপ্রাপ্ত হয়ে ডলফিনটি মারা যেতে পারে। পচন শুরু হওয়ায় ডলফিনটিকে মাটি চাপা দেয়া হয়।
এ বিষয়ে হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ড. মো.শফিকুল ইসলাম বলেন, বুধবার ভাটার সময় সিপাহীঘাট এলাকার হালদা নদী থেকে একটি গাঙ্গেয় প্রজাতির মৃত্য ডলফিন উদ্ধার করা হয়। ডলফিনটির দৈর্ঘ্য ৫০ ইঞ্চি এবং ওজন ১২ কেজি। ডলফিনটির গায়ে আঘাতের চিহ্ন দেখা যায়। এটি নিয়ে হালদা থেকে মৃত ডলফিনের সংখ্যা ৪৩ টি। উল্লেখ্য গত বছরের ১২ই ডিসেম্বর হালদা নদীর আজিমারঘাটের একটু নিচ থেকে ৪৩তম মৃত্য ডলফিন উদ্ধার করা হয় যার দৈর্ঘ্য ছিল ৪৫ ইঞ্চি ও ওজন ১৩.৩৯ কেজি।
হালদা নদীর ডলফিন রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।