করোনায় প্রাণ গেলো আরো এক চিকিৎসকের
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীতে আরও একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের অ্যানেস্থেসিওলজিস্ট ডা. সাখাওয়াত হোসেন। আজ সোমবার সকাল ৮টার দিকে বাড্ডার এ এম জেড স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কোভিড-১৯ পজিটিভ হয়ে গত ২৯শে মে থেকে হাসপাতালে ভর্তি ছিলেন ৪৩ বছর বয়সী এই চিকিৎসক। ইসলামী ব্যাংক হাসপাতালের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা এএসএম জাফর উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমাদের এখানে একজন রোগী দেখতে গিয়ে তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হন। টেস্টে পজিটিভ আসায় কয়েকদিন আগে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ সেখানেই তার মৃত্যু হয়।
করোনা আক্রান্ত হয়ে আরেক পুলিশ সদস্য মারা গেছেন
করোনা আক্রান্ত হয়ে মো. আলমগীর হোসেন (৫৫) নামে আরেক পুলিশ সদস্য মারা গেছেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের হাজারীবাগ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। করোনা পজেটিভ হওয়ায় তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতরাত সাড়ে ১২টায় সেখানেই মারা যান তিনি।
নিহত পুলিশ সদস্য মো. আলমগীর হোসেনের বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা থানার মাজারদিয়া গ্রামে। মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা, স্ত্রী ও পুত্র সন্তানসহ অনেক আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। আলমগীরের মরদেহ পুলিশের উদ্যোগে তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, করোনাকালে এ যাবত বাংলাদেশ পুলিশের ১৯ জন সদস্য মৃত্যবরণ করেছেন।