চন্দনাইশ গাউসিয়া কমিটিকে সুরক্ষা সামগ্রী দিলো মুহিউদ্দীন ট্রাস্ট

 

চন্দনাইশ উপজেলা পরিষদ প্রাঙ্গনে করোনায় মৃত ব্যক্তিদের গোসল, কাফন-দাফনে গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা ও পৌরসভার স্বেচ্ছাসেবকদের জন্য কাজী মুহিউদ্দীন আহমদ ট্রাষ্টের পক্ষ থেকে চন্দনাইশ উপজেলার প্যানেল চেয়ারম্যান মাওলানা সোলায়মান ফারুকীর হাতে সুরক্ষা সামগ্রী প্রদান। এসময় উপস্থিত ছিলেন কাজী মুহিউদ্দীন আহমদ ট্রাষ্টের চেয়ারম্যান সমাজসেবক কাজী মুহাম্মদ মঈনুদ্দিন পারভেজ, গাউসিয়া কমিটি চন্দনাইশ উপজেলার সভাপতি মাওলানা আবদুল গফুর খান, সাংগঠনিক সম্পাদক, আমীর হোসেন, অর্থ সম্পাদক সরওয়ার উদ্দীন, মুহাম্মদ ইলিয়াছ, পৌরসভার যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দীন সওদাগর, সহ-সাংগঠনিক মাঈনুদ্দীন, কাজী মুহিউদ্দীন আহমদ ট্রাস্টের কর্মকর্তা শহিদুল ইসলাম, এডভোকেট মোজাম্মেল হক ফারুকী, শাহ নেওয়াজ চৌধুরী শুভ, আবদুস সবুর, মিজানুর রহমান প্রমূখ। উল্লেখ্য যে করোনায় আক্রান্তদের সহায়তা ও স্বেচ্ছাসেবকদের যাতায়াতের জন্য ১ সাপ্তাহের মধ্যে একটি মাইক্রোবাস ও দেওয়া হবে বলে জানান।
সুরক্ষা সামগ্রী প্রদানকালে ট্রাস্টের চেয়ারম্যান মঈনুদ্দিন পারভেজ বলেন, বর্তমান দেশে চলমান করোনা ভাইরাসের দাপটে যখন পরিবারের সদস্য আক্রান্ত ব্যক্তি থেকে মূখ ফিরিয়ে নিচ্ছে তখন গাউসিয়া কমিটির কর্মীরা দাফন কাযর্ক্রম সম্পন্ন করছেন তাহা নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। এ ধরনের মহৎ কাজে কাজী মুহিউদ্দিন আহমদ ট্রাষ্ট সব সময় পাশে থাকবে বলে অভিমত ব্যক্ত করেন।