অভয়নগরের পুঁড়াখালী বাওড়ে বাবু গাজী(১৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বাবু গাজী পুড়াখালী গ্রামের ইমরান গাজীর কলেজ পড়ুয়া ছেলে। বাবু নওয়াপাড়া মডেল কলেজের দ্বাদশ শেষ বছরের ছাত্র ছিল।
এলাকাবাসী ও অভয়নগর থানা সূত্রে জানা গেছে, গত দুই দিন পূর্বে বাবু গাজী নিখোঁজ হয়। পরে মোবাইল ফোনে অপহরণকারীরা ইমরান গাজীর নিকট পঞ্চাশ লক্ষ টাকা দাবি করে। ইমরান গাজী মুক্তিপণের টাকা দিতে ব্যর্থ হয়ে থানা পুলিশের সহায়তা কামনা করে। অপহরণের সূত্র ধরে অভয়নগর থানা পুলিশ বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে রাজ্জাক(৫২) ও হাওয়া(২২) কে আটক করে তাদের দেওয়া তথ্য অনুযায়ী পুড়াখালী বাওড় হতে বাবু গাজীর লাশ উদ্ধার করে। অপহরণকারী রাজ্জাক এলাকার খোরশেদ আলীর জামাই ও আউস এলাকার সরোয়ারের পুত্র।
পাথালিয়া ক্যাম্পের টুআইসি হেলাল সাংবাদিকদের বলেন, অপহরণকারীদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে পুঁড়াখালী বাওড়ে অপহৃত বাবুর লাশ পাওয়া গেছে, লাশটি কচুরীপানার নিচ হতে উদ্ধার করার প্রক্রিয়া চলছে, যথাযথ প্রক্রিয়া শেষ করে যশোর মর্গে প্রেরণ করা হবে।