চন্দনাইশ উপজেলার পূর্ব সাতবাড়িয়া বেপারীপাড়ার কৃতি সন্তান, প্রাক্তন ফুটবলার, সাংস্কৃতিক সংগঠক, ঐতিহ্যবাহী বেপারীপাড়া তরুণ কর্মী সংঘের প্রাক্তন সাধারণ সম্পাদক বাবু সুচয়ন বড়ুয়া কচি ৫০ বছর বয়সে গতকাল সকাল ৮ টায় ( ১ জুন ২০২০ ইংরেজি)করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর শেষকৃত্য অনুষ্ঠান ১ জুন দুপুরে চান্দগাঁও মহাশশ্বানে অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত অনিত্য সভায় উপস্থিত ছিলেন ড. সুমনপ্রিয় থেরো,এস.লোকজিৎ থেরো,এল.অনুরুদ্ধ মহাথেরো,মৈত্রীপ্রিয় মহাথেরো প্রমুখ। সাংস্কৃতিক সংগঠক বাবু সুচয়ন বড়ুয়া কচির অকালপ্রয়ানে তাঁর আত্মার শান্তি কামনা করে পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছ চন্দনাইশ উন্নয়ন ফোরাম চট্টগ্রামের সভাপতি গাজী মাওলানা রেজাউল করিম তালুকদার, সাধারন সম্পাদক ইতিহাসবেত্তা সোহেল মো. ফখরুদ-দীন, শিক্ষাবিদ মাস্টার হুমায়ুন কবির, মোহাম্মদ আবদুর রহিম, শিক্ষাবিদ বৃটেন প্রবাসী অধ্যাপক জিতেন্দ্র লাল বড়ুয়া, সাংস্কৃতিক সেবী আমেরিকা প্রবাসী তন্ময় বড়ুয়া, পূর্ব সাতবাড়ীয়া বেপারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জহির উদ্দিন হিরু, সাংস্কৃতিক সেবী লিটন বড়ুয়া, নাট্যজন নিক্সন বড়ুয়া, সাফাত বিন সানাউল্লাহ প্রমুখ।