আল্লাহ সহায়তার বৃষ্টি তুরস্কে

গত ২৮ জুলাই থেকে তুরস্কে জ্বলতে থাকা আগুনে প্রায় আটজনের মৃত্যু হয়েছে। মারা গেছে অসংখ্য বন্যপ্রাণী ধোঁয়াতে অসুস্থ হয়ে অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছে।পার্শ্ববর্তী দেশগুলো থেকে আনা অত্যাধুনিক সব অগ্নিনির্বাপক বিমান ও হেলিকপ্টারের সহায়তায় পাঁচ হাজার কর্মী আগুন নেভানোর চেষ্টা চালানো হলেও প্রতিনিয়তই নতুন নতুন অঞ্চলে তৈরি হচ্ছিল দাবানল।এরূপ পরিস্থিতিতে দেশটির নাগরিকরা বৃষ্টির জন্য চোখের পানি ফেলে ফেলে সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করেন। তুরস্কে সাধারণত আগস্ট মাসে বৃষ্টি পড়ে না।তবে শনিবারের (৭ আগস্ট) বৃষ্টিতে অনেকটাই আগুন নিয়ন্ত্রনে এসেছে। আর রোববার (৮ আগস্ট) সকাল থেকে ভারি বৃষ্টি হওয়ায় আরও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তুর্কিরা।