ঈদের দিনে একহাজার ভবঘুরে পথশিশুকে রান্না করা বিরানী বিতরন। এবারে দুঃখের ঈদেও সুখের বার্তায় ” মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য ” এই স্লোগানে মুখরিত হয়ে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরসি) ও বাংলাদেশ শিশু উন্নয়ন মানবাধিকার ফোরামের যৌথ উদ্যোগে ঈদের দিনে চট্টগ্রাম নগরীর ২৩ টি পয়েন্টে অভুক্ত পথশিশু, ছিন্নমূল বৃদ্ধ ভবেঘুরে নর নারীকে রান্না করা খাবার (বিরানী) নিয়ে পথে পথে বিতরন করা হয়। এইটি বর্তমান পরিস্থিতির ” করোনা মহামারীতে ” এবারের ঈদে ইতিহাস কর্মী ও মানবাধিকার কর্মীদের মানবিক কর্ম ও পবিত্র দায়িত্ব বলে মনে করেছেন তারা। পবিত্র ঈদের দিনে মানবিক কর্মসুচীর উদ্যোক্তা ইতিহাসবেত্তা সোহেল মো ফখরুদ-দীন ও চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র রান্না করা খাবার বিতরণ কর্মসূচির ৪১ তম দিনে বাদুরতলা শাহী আবাসিক এলাকা, আরকান রোড, বহদ্দারহাট, মুরাদপুর, মুরাদপুর রোড়, পাঁচলাইশ থানা, নবাব ওয়ালীবেগ খা মসজিদ, চকবাজার, কাঁচা বাজার, নবাব সিরাজ-উদ – দৌল্লা সড়ক, দিদির মার্কেট, আন্দরকিল্লা, লালদিঘির পাড়, লালদীঘির পূর্বপাড়, বকশির হাট, নতুন বাস টার্মিনাল, রুপালি আবাসিক এলাকা, পুরান চান্দগাঁ থানা,নতুন চান্দগাঁ থানার মোড়, বলির হাট, চৌধুরী স্কুল, বহদ্দারহাট পুলিশ বক্স, বহদ্দার পুকুর পাড়, শুলকবহর এলাকায় অভুক্তদের মাঝে পথে পথে এই খাবার বিরতন করা হয়। খাবার বিতরন করার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু উন্নয়ন মানবাধিকার ফোরামের সম্পাদক, ইতিহাসবেত্তা সোহেল মো ফখরুদ-দীন, জাতীয় দরগাহ মাজার সংস্কার সংরক্ষণ কমিটির চেয়ারম্যান, মানবিক মানুষ, মাওলানা রেজাউল করিম তালুকদার, চট্টগ্রাম প্রকাশনীর পরিচালক মুহাম্মাদ সিরাজুল ইসলাম চৌধুরী, শরফুদ-দীন মো. সাজিদ, মোহাম্মদ সাফায়েদ-উদ-দীন, হাবিবুর রহমান, সালাউদ্দিন,নুরুল আলম,গিয়াস মুরাদ, দানু মিয়া, কাজম আলি, মিনহাজ পারভেজ প্রমুখ। এই কর্মসুচীর উদ্যোক্তা চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মো, ফখরুদ-দীন বলেছেন, করোনা মহামারীতে যখন মানুষ গৃহে গৃহে বন্দী হয়ে পড়েন, তখন ই আমরা রান্না করা খাবার বিতরন কর্মসুচী হাতে নিয়ে দৈনিক ৬০ জন অভুক্তদের পথশিশু ও বৃদ্ধ ভবেঘুরে নর নারী কে আমার বাসা থেকে রান্না করে খাবার মানুষের মাঝে বিলি করি।প্রথমে আমার ব্যক্তিগত ভাবে চালুকরি। পরে আমার বন্ধু বান্ধব ও আত্মীয়স্বজন এগিয়ে আসেন।সকলের সহযোগিতায় এই ঈদের দিনে আমরা এক হাজার জন পথের মানুষকে রান্নাকরা উন্নত বিরানী খাবার ও জুস বিতরন করেছি।