জুয়েলের বিষমুক্ত সব্জি বাগান

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার ৯নং পাহাড়তলী ইউনিয়নের খান পাড়া গ্রামের মোঃ আমিনের পুত্র জুয়েল একজন শিক্ষিত তরুন যুবক । জুয়েল তরুন শিক্ষিত যুবক হয়ে চাকুরীর পেছনে না ঘুরে। বাড়ীর অদুরে চট্টগ্রাম কাপ্তাই মহাসড়কের পাশে পিংক সিটির পুর্ব পাশে দুই একর ফসলী জমিতে আধুনিক প্রযুক্তি মালচিং পেপার, ফেরোমন ফাদ, ব্যবহার করে প্রথমে শুস্ক মৌসুমে স্কোয়স চাষ করে। স্কোয়াস চাষ করে তুরুন বেকার শিক্ষিত যুবক জুয়েল সফলতা লাভ করেন । তরুন শিক্ষিত যুবক জুয়েল স্কোয়াস চাষ করে তার চাষাবাদের খরচ বাদ দিয়ে ৪ লাখ টাকা আয় করেন । স্কোয়াস চাষ শেষে একই জমিতে আধুনিক প্রযুক্তি মালচিং পেপার, ফেরোমন ফাদ, কৃত্রিম মাচা ব্যবহার করে ২ একর জমিতে খরিপ-১ মৌসুমে শসা, কেয়ার, ও করল্লা চাষ করেন । তরুন শিক্ষত যুবক জুলেলের সব্জি ক্ষেতের চাষাবাদ থেকে প্রতিদিন রাউজান ও চট্টগ্রামের সব্জি ব্যবসায়ীরা এসে শসা,কেয়ার, করল্লা ক্রয় করে নিয়ে গিয়ে হাট বাজারে বিক্রয় করছেন । তরুন শিক্ষিত যুবক জুয়েল বলেন, চাকুরীর মতো সোনার হরিণের পেছনে ছুটাছুটি না করে ফসলী জমিতে স্কোয়াস ও সব্জি ক্ষেতের চাষাবাদ করে তরুন যুবকেরা নিজেদের ভাগ্য সফল করতে পারে। রাউজান উপজেলা কৃষি কর্মর্কতা শাবিব্বর আহম্মদ বলেন, তরুন শিক্ষিত যুবক জুয়েলের সব্জি ক্ষেতের চাষাবাদে ব্যাপক ভাবে ফলন হয়েছে । তরুন শিক্ষিত যুবক জুয়েলের সব্জি ক্ষেতের চাষাবাদ থেকে উৎপাদিত শসা, কেয়ার, ও করল্লা বিষমুক্ত উপায়ে উৎপাদন করা হ্েচ্ছ । তরুন শিক্ষিত যুবক জুয়েলের বিষমুক্ত উপায়ে সব্জি ক্ষেতের চাষাবাদে রাউজান উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সব ধরণের সহায়তা ও সহযোগিতা প্রদান করছেন ।