রাউজানে ৮শত ৫০ হেক্টর জমিতে সরিষা চাষ

শফিউল আলম, রাউজানঃ চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় শুস্ক মৌসুমে ৮শত ৫০ হেক্টর ফসলী জমিতে এবার সরিষা ক্ষেতের চাষাবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। এপর্যন্ত ৭শত ৩০ হেক্টর ফসলী জমিতে সরিষা ক্ষেতের চাষাবাদ করা হয়েছে।

আরো ১শত ২০ হেক্টর ফসলী জমিতে সরিষা ক্ষেতের চাষাবাদ করার কাজ করছে কৃষকরা। রাউজানের হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা, হচ্ছার ঘাট, বৃকবানুপুর, বানারস, জানিপাথর, এয়াসিন নগর, ডাবুয়া ইউনিয়নের পুর্ব ডাবুয়া, সুড়ঙ্গা, হাসান খীল, রোয়াইঙ্গা বিল, রামনাথ পাড়া, কেউকদাইর, কান্দি পাড়া, পশ্চিম ডাবুয়া, লাঠিছড়ি, মেলুয়া, হিংগলা, কলমপতি, দক্ষিন হিংগলা, চিকদাইর ইউনিয়নের পাঠান পাড়া, চিকদাইর, চিকদাইর দক্ষিন সর্তা, নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহ নগর, পশ্চিম ফতেহ নগর, ইন্দিরা ঘাট, নদিম পুর, গহিরা ইউনিয়নের কোতোয়ালী ঘোনা, কাজী পাড়[া, দলই নগর, রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের পুর্ব রাউজান, ঢালার মুখ, পশ্চিম রাউজান, আইলী খীল, ওয়াহেদের খীল, পৌরসভার ৮নং ওয়ার্ডের ঢেউয়া পাড়া, হাজী পাড়া, শরীফ পাড়া, সাপলঙ্গা, ৭ নং ওয়ার্ডের সাহানগর, দলিলাবাদ, ছত্রপাড়া, ৬ নং ওয়ার্ডের শরীফ পাড়া, সুলতানপুর ছিটিয়া পাড়া, ৫নং ওয়ার্ডের নন্দী পাড়া, বণিকপাড়া, ৪ নং ওয়ার্ডের সুলতানপুর কাজী পাড়া, সন্দ্বীপ পাড়া, পশ্চিম সুলতানপুর, সরতের দোকান, ৩ নং ওয়ার্ডের পুর্ব গহিরা, দক্ষিন গহিরা, ২ নং ওয়ার্ডের মোবারক খীল, জামতল, ১নং ওয়ার্ডের পশ্চিম গহিরা, বিনাজুরী ইউনিয়নের ইদিলপুর, পশ্চিম বিনাজুরী, লেলাঙ্গারা, জাম্বইন, রাউজান ইউনিয়নের পুর্ব রাউজান, রাণি পাড়া, শমশের নগর, রশিদর পাড়া, জয়নগর, কেউটিয়া, পশ্চিম রাউজান বড়ুয়া পাড়া, খলিলাবাদ, হরিশখান পাড়া, কদলপুর ইউনিয়নের কালকাতর পাড়া, শমশের পাড়া, মীর বাগিচা, দক্ষিন শমশের পাড়া, ভোমর পাড়া, পশ্চিম কদলপুর, দক্ষিন জয়নগর, পাহাড়তলী ইউনিয়নের শাহেদ উল্ল্রাহ কাজী পাড়া, নাজিরের টিলা, সন্দ্বীপ পাড়া, উনসত্তর পাড়া, মহামুনি বহল পুর এলাকা সমুহের ফসলী জমিতে শুস্ক মৌসুমে সরিষা ক্ষেতের চাষাবাদ করছে কৃষকরা বেশী ।

রাউজানের অনান্য এলাকার ফসলী জমিতে সরিষাবা চাষাবাদ করা হয়েছে । সোনালী রোদ্দুরে হালকা মৃদু হাওয়ায় দোল খাচ্ছে হলদে বর্ণের রাশি রাশি ফুল। সরিষা ক্ষেতের নয়নজুড়ানো এই দৃশ্যই এখন চোখে পড়ছে চট্টগ্রামের রাউজানের প্রতিটি এলাকায়। সরেজমিনে গিয়ে দেখা গেছে, আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছর রাউজানের বিভিন্ন এলাকায় ফসলের মাঠে সরিষার বাম্পার ফলন হবে বলে আশা করছেন কৃষকরা । উপজেলার ১৪ ইউনিয়ন ও পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ফসলি জমি এখন হলুদ বর্ণে সয়লাভ।
উপজেলা কৃষি কৃষি অফিসার মাসুম কবির জানান, এবৎসর রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় ৮শত ৫০ হেক্টর ফসলী জমিতে সরিষা ক্ষেতের চাষাবাদের লক্ষ্যমাত্রা রয়েছে । ইতিমধ্যে ৭শত ৩০ হেক্টর জমিতে সরিষা ক্ষেতের চাষাবাদ করা হয়েছে । লক্ষ্যমাত্রা অর্জনে অবশিষ্ট ১শত ২০ হেক্টর জমিতে সরিষা ক্ষেতের চাষাবাদ করার কাজ করছেন কৃষকরা । কৃষক মোঃ আলতাফ জানান, চলতি মৌসুমে ছয় খানি জমিতে সরিষার চাষ করেছেন। প্রতি খানিতে তার চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হয়েছে । ফলন ভালো হওয়ায় এই মৌসুমে আড়াই থেকে তিন লক্ষ টাকা মুনাফার স্বপ্ন দেখছেন তিনি। প্রতি বৎসর ফসলী জমি থেকে সরিষা কেটে ঘরে তোলার পর গাছ থেকে সরিষা সংরক্ষন করেন কৃষকরা । কৃষকরা সরিষা শুকিয়ে রাউজানের চিকদাইর হক বাজার, পাঠান পাড়া, সহ রাউজানের বিভিন্ন এলাকায় সরিষা ভাঙ্গানো মেশিনে নিয়ে সরিষা থেকে সরিষার তৈল ও খেইল উৎপাদন করে। সরিষার তৈল নিজ ঘরের চাহিদা পুরণ করে অবশিষ্ট সরিষার তৈল ও খৈল বাজারে বিক্রয় করে বিপুল পরিমান টাকা আয় করেন কৃষকরা । অনেক কৃষক সরিষা সংরক্ষনের পর সরিষা চট্টগ্রাম শহর ও রাউজানে ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে দেয় ।