

ইউনুস মিয়া,ফটিকছড়িঃ
উপজেলার নাজিরহাট নছিরুল ইসলাম( বড়) মাদ্রাসার মুহতামিম আল্লামা শাহ মোহাম্মদ ইদ্রিছ সাহেব বুধবার রাত সাড়ে টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (বৃহস্পতিবার) সকাল ৭ টার সময় উক্ত মাদ্রাসা ময়দানে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। সকাল ৭ টায় যথাসময়ে জানাযার নামাজ শেষ করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বার বার তাগাদা দেয়া হয়। পরে বিপুল সংখ্যক মসল্লী ও ভক্তদের উপস্থতিতে নির্দিষ্ট সময়ে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে ও নিরাপদ দূরর্ত্ব বজায় রেখে হযরত আল্লামা মহিব্বুল্লাহর ইমামতিতে জানাযার নামাজ শেষ করা হয়। মাদ্রাসা ময়দান ও মসজিদের ভিতর মুসল্লিদের উপস্থিতি ছিল বেশী। হুজুরের জানাযা শেষে তাঁকে মাদ্রাসার নিজস্ব কবরস্থানে মাদ্রাসার সাবেক পরিচালক হযরত আল্লামা সামশুদ্দীনের কবরের পাশে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে জাতীয় সংসদের সদস্য, তরিকত চেয়ারম্যান ও ১৪ দলীয় নেতা আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, সাবেক এমপি মির্জা আবু মনসুর, সাবেক এমপি মজহারুল হক শাহ চৌধুরী, জেলা পরিষদের সদস আখতার উদ্দিন পারভেজ, সাবেক উপজেলা চেয়ারম্যান যথাক্রমে আলহাজ্ব মজিবুল হক চৌধুরী, আলহাজ্ব এটিএম পেয়ারুল ইসলাম,আলহাজ্ব আফতাব উদ্দিন চৌধুরী, তৌহিদুর আলম বাবু, বর্তমান উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, আওয়ামী লীগ নেতা সাদাত আনোয়ার সাদী, বিএনপি নেতা সরোয়ার আলমগীর সহ রাজনৈতিক বিভিন্ন নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
আল্লামা মুফতী হাবীবুর রহমান কাছেমীকে ভারপ্রাপ্ত পরিচালক ঘোষনা
এদিকে হযরত আল্লামা শাহ মোহাম্মদ ইদ্রিসের জানাযার নামাজ শুরু করার আগে” মাদ্রাসা-ই- শুরা” কর্তৃক হুজুরের জীবদ্দশায় তাঁর বিভিন্ন গুনাবলী তুলে ধরেন এবং মাদ্রাসা পরিচালনার জন্য পূর্বের নায়েবে মুহতামিম মুফতী হাবীবুর রহমান কাছেমীকে ভারপ্রাপ্ত পরিচালক ( মোহতামীম) ঘোষণা করা হয়।











