রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে অগ্নিকান্ডের ঘটনায় পাঁচ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রাত ৯টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে ১০টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করা হয়।
আগুনে হাসপাতালের করোনা ইউনিট পুড়ে গেছে। সেখান থেকে ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে আগুনের খবর পেয়ে রোগীর স্বজনরা আশপাশে ভিড় করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধারের কাজ করছিলেন।
উদ্ধারকারীরা জানান, হাসপাতাল ভবনের বাইরে তাবু খাটিয়ে করোনা ইউনিট করা হয়েছিল। এটি পুরো পুড়ে গেছে। এসি বিস্ফারণ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
নিহতদের সবাই রোগী। তাদের চারজন পুরুষ ও একজন নারী। এ ঘটনায় একটি তদন্ত কমিটি করেছে ফায়ারসার্ভিস।