ক্রীড়া সংগঠক মোহাম্মদ ইসহাক’র শুভেচ্ছা

 চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন এর নির্বাহী সদস্য, বিশিষ্ট ব্যাংকার ও ক্রীড়া সংগঠক মোহাম্মদ ইসহাক ক্রীড়া পরিবার সহ সকলের প্রতি ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি এক বিবৃতিতে বলেন স্বজনদের নিয়ে উৎসবের সুযোগ। কিন্তু এবারের ঈদ ঠিক জমছে না। করোনাভাইরাস মহামারির মধ্যে এবার ঈদ উল ফিতরে তেমন খুশির আমেজ নেই। তাই সাবধানে থেকে ঈদ পালনের পরামর্শ রইলো।

“আপনার সুরক্ষা আপনার হাতে। মনে রাখবেন আপনি সুরক্ষিত থাকলে আপনার পরিবার সুরক্ষিত থাকবে, প্রতিবেশী সুরক্ষিত থাকবে, দেশ সুরক্ষিত থাকবে।”