লোকালয় থেকে অজগর উদ্ধার, কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত

 নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই: কাপ্তাইয়ের শীলছড়ি ওয়াপদা এলাকা হতে প্রায় ১২ ফুট লম্বা একটি অজগর সাপ ধরা পড়েছে। ওয়াগ্গা ইউনিয়নের ইউপি সদস্য মাহবুব আলম জানান, গত শনিবার রাত প্রায় সাড়ে ১১টার সময় শীলছড়ি ওয়াপদা কলোনির আবুল হোসেনের কবুতরের বাসায় অজগর সাপটি ডুকে পড়ে। পরে স্থানীয় জনগনের সহায়তায় সাপটিকে ধরে শীলছড়ি বন বিভাগের রামপাহাড় বিট কর্মকর্তার নিকট সাপটি হস্তান্তর করেন। এদিকে, রবিবার সাপটিকে বন বিভাগের লোকজন কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করে। উল্ল্যেখ্য , কাপ্তাইয়ের শীলছড়ি বালুচর এলাকায় প্রায়ই অজগর সাপ লোকালয়ে ডুকে গৃহপালিত পশুর ক্ষতিসাধন করছে বলে স্থানীয়রা জানান।