কাপ্তাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে ধানবীজ ও সার বিতরণ

কাপ্তাই কৃষি অফিসের আয়োজনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল ধানবীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে কৃষি অফিসার কৃষিবিদ ইমরান আহমেদ এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান উপস্থিত থেকে ধানবীজ ও সার বিতরণ করে উপজেলা নির্বাহী অফিসার মো রুহুল আমিন।

এসময় ১৭০জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের ব্রি-ধান ৪৮,৮৫,৯৮ এবং প্রত্যেক কৃষকে ৫কেজি আউশ ধানবীজ ১০কেজি ডিএপি এবং ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃরুইহলা অং মারমা, সহকারী কমিশনার (ভূমি)স্বরূপ মুহুরী এবং সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী কৃষক-কৃষাণীগণ উপস্থিত ছিলেন।