কক্সবাজারে মাসব্যাপী অনূর্ধ্ব-১৪ বালকদের সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টায় হোটেল শৈবালের সুইমিংপুলে এ প্রশিক্ষণের আয়োজন করে জেলা ক্রীড়া অফিস।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা প্রশাসনের সহযোগিতায় সাঁতার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো: আলাউদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য এমআর মাহবুব, কক্সবাজার সুইমিং স্কুলের পরিচালক রিয়াজুল কবির, ক্রীড়া সাংবাদিক ছৈয়দ আলম, ছাত্রনেতা ইনজামামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মো: আলাউদ্দিন বলেন, ছোটকাল থেকে মানুষের প্রশিক্ষণের কোন বিকল্প নেই। শিশুদের জীবন রক্ষার কৌশল হচ্ছে সাঁতার শেখা। সাঁতার প্রশিক্ষণে যারা অংশগ্রহন করছেন তাদের জন্য এই প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক পিতামাতাকে সন্তানের ভবিষ্যত চিন্তা করে সাঁতার শেখাতে হবে।
হোটেল শৈবালের সুইমিংপুলে মাসব্যাপী এই সাঁতার প্রশিক্ষণে অনূর্ধ্ব-১৪ বয়সী ৪০ জন বালক অংশ নিচ্ছে। প্রশিক্ষণে কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি, পৌর প্রিপ্যারেটরি উচ্চ বিদ্যালয় ও নডরাই সার্ফিং ক্লাবের ৪০ জন শিক্ষার্থী অংশ নিয়ে মাসব্যাপী প্রশিক্ষণ নিবেন।
মাসব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে রয়েছেন এম. এ. হাসিব বাদল, মোহাম্মদ মান্নান ও মোহাম্মদ হাছান।