রাউজান উপজেলার ৮নং কদলপুর ইউনিয়নের শমশের পাড়া এলাকায় নির্মানাধীন আশ্রয়ন প্রকল্পের বাসিন্দ্বাদের মধ্যে ২য় পর্যায়ে ১শত ৬০ পরিবারের মধ্যে ত্রান বিতরন করা হয় । গতকাল ২৩ মে শনিবার সকালে রাউজানের কদলপুর ইউনিয়ন পরিষদ মাঠে ১শত ৬০ টি আশ্রয়ন প্রকল্পের মধ্যে বসবাসকারী ভুমিহীন পরিবারের সদস্যদের ১০ কেজি চাউল, আকে কেজি সেমাই ভর্তি প্যকেট বিতরন করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ । এসময়ে আরো উপস্থিত ছিলেন লাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ, কদলপুর ইউনিয়নের চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিউল আলম,ইউপি সচিব মোঃ বেলাল, মেম্বার মুরাদুল হক চৌধুরী, আবু তৈয়ব চৌধুরী, বিশ^জিৎ ভট্টচার্য্য,নাসির উদ্দিন, সুকান্ত ভটাটচার্য্য।