বিএনপির পক্ষে প্রচারণা চালানোয় চাকরি হারালেন মুয়াজ্জিন

নওগাঁর সাপাহার উপজেলায় বিএনপির পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে একটি মসজিদের মুয়াজ্জিন চাকরি হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ওই মুয়াজ্জিনের নাম আল আমিন চৌধুরী। তিনি সাপাহার উপজেলা সদরের তালপুকুর মাস্টারপাড়া জামে মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছিলেন।

হাফেজ আল আমিন চৌধুরী জানান, গত ৪ বছর ধরে তিনি সততার সঙ্গে মসজিদের দায়িত্ব পালন করে আসছেন।

পাশাপাশি ছাত্রজীবন থেকেই তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত।
বিএনপির করার জন্য চাকরি হারিয়েছেন কিনা এমন প্রশ্নের উওরে আল আমিন জানান, কয়েক মাস আগে মসজিদ কমিটির পক্ষ থেকে তাকে দল না করার জন্য বলা হয়েছিল। পরে মসজিদ কমিটি তাকে বারবার রাজনীতি ছাড়তে চাপ দিচ্ছিল। হঠাৎ গত ২৬ তারিখে মসজিদের ক্যাশিয়ার তাকে চাকরি ছেড়ে চলে যেতে বলেন।

তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে সুস্পষ্ট কোনো কারণ বলেননি মসজিদ কমিটি। তবে হাফেজ আল আমিনের ধারণা বিএনপির সঙ্গে যুক্ত থাকার জন্য তাকে মসজিদের মুয়াজ্জিনের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে তালপুকুর মাস্টারপাড়া জামে মসজিদের ক্যাশিয়ার মিজানুর রহমান মোবাইল ফোনে জানান, ইমাম কিংবা মুয়াজ্জিন মসজিদের দায়িত্ব পালনের পাশাপাশি রাজনীতি করুন বিষয়টি সাধারণ মুসল্লিরা পছন্দ করেন না। একটি নির্দিষ্ট দলের পক্ষে তার বিশেষ পক্ষপাতিত্ব নিয়ে অনেকের মনেই আপত্তি ছিল।

এর আগে আল আমিনকে দল করা নিয়ে সতর্ক করা হয়েছিল। এবং তাকে অনেকবার বুঝানোর চেষ্টা করা হয়েছে। তবে তিনি মসজিদ কমিটির কথা না শুনে রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্ক রাখেন। ফলে মসজিদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।