২০২৫ সালে স্কোপাস-ইনডেক্সড জার্নালে চবির ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক গবেষণা প্রবন্ধ প্রকাশিত

গবেষণার বৈশ্বিক মানদণ্ডে নতুন উচ্চতা স্পর্শ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ২০২৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মোট ৬১৫টি গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক মানসম্পন্ন ‘স্কোপাস-ইনডেক্সড’ (Scopus-indexed) জার্নালে প্রকাশিত হয়েছে। এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ সংখ্যক প্রকাশনার রেকর্ড।

বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর গবেষণা বৃদ্ধিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। চবি গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তর গবেষণায় শিক্ষকদের উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করেছে। চবি আইকিউএসিও গবেষণাধর্মী বিভিন্ন সভা-সেমিনার নিয়মিত আয়োজন করছে। সর্বোপরি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের গবেষণাবান্ধব নানা কার্যক্রম, উদ্যােগের ফলে এমন সাফল্য অর্জন হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি স্কোপাস ডাটাবেজের তথ্যের ভিত্তিতে গবেষকদের এই তালিকা ও পরিসংখ্যান প্রকাশ করেছে চবি রিসার্চ এন্ড হায়ার স্টাডি সোসাইটি। মোট ৬১৫টি প্রবন্ধের মধ্যে রয়েছে রিসার্চ আর্টিকেল, রিভিউ আর্টিকেল, কনফারেন্স প্রসিডিংস এবং রিসোর্স অ্যানাউন্সমেন্ট। এ বছর বিশ্ববিদ্যালয়ের গবেষকদের প্রবন্ধ বিশ্বের শীর্ষস্থানীয় ও অত্যন্ত প্রভাবশালী জার্নাল ‘দ্য ল্যানসেট’ (The Lancet) এবং ‘নেচার কমিউনিকেশন্স’ (Nature Communications)-এ প্রকাশিত হয়েছে। ৩টির অধিক প্রকাশনা করে শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষক। গবেষণায় সবচেয়ে এগিয়ে ছিল চবির রসায়ন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ এবং ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউট। অনুষদগুলোর মধ্যে এককভাবে সর্বাধিক প্রকাশনা এবং সর্বোচ্চ Q1 (Quarter 1) মানসম্পন্ন প্রবন্ধ প্রকাশ করে শীর্ষে রয়েছে জীববিজ্ঞান অনুষদ।

গবেষণা পর্যালোচনায় দেখা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাথে সবচেয়ে বেশি যৌথ গবেষণা (Collaboration) সম্পন্ন হয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, সৌদি আরব এবং অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের সাথে। এই তালিকায় শুধু তাদের গবেষণা প্রবন্ধ অন্তর্ভুক্ত হয়েছে, যাদের প্রবন্ধে University of Chittagong এফিলিয়েশন হিসেবে রয়েছে। উল্লেখ্য, এর বাইরেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর বেশ কয়েকজন স্বনামধন্য শিক্ষক ২০২৫ সালে মানসম্পন্ন জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। তবে প্রবন্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ না থাকায় তা এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।