মাস্টারদা’ সূর্য সেন’র ৯২ তম ফাঁসি দিবস পালিত

মাস্টারদা সূর্য সেন স্মৃতিরক্ষা কমিটি’ চট্টগ্রাম’র উদ্যোগে মাস্টারদা’র ৯২তম ফাঁসি দিবস স্মরণে জে. এম. সেন হল প্রাঙ্গণে ১২ জানুয়ারী (সোমবার) সকাল ০৯টায় মাস্টারদা সূর্য সেন’র আবক্ষ প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক তাপস হোড়, হরিপদ চৌধুরী বাবুল, বিকাশ মজুমদার, মোপলেস’র সভাপতি সজল চৌধুরী, সাজিদুল হক হাসান, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি এড. সুমন সরকার, সাধারণ সম্পাদক গৌতম দাশ, সাংগঠনিক সম্পাদক সজীব দত্ত সৌরভ, এড. সুজন চক্রবর্তী, শাপলু মিত্র প্রমুখ।